সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এডলিংক
সময় সিলেট ডেস্ক :
৯ম বর্ষে পদার্পণ করেছে সিলেটের সৃজনশীল বিজ্ঞাপনী সংস্থা এডলিংক (প্রাঃ) লিঃ। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ৯ম বর্ষে পদার্পনক্ষণটি উদযাপন করে প্রতিষ্ঠানটি।
সোমবার (৮ ফেব্রুয়ারি) নগরের রয়নগর শিশু পরিবারের শিশুদের হাতে শিক্ষা সামগ্রী ও হালকা খাবার তুলে দেওয়া হয়।
সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব, এই দায় থেকেই মূলত এমন উদ্যোগ বলে জানিয়েছেন এডলিংকের ব্যবস্থাপনা পরিচালক পীযুষ কান্তি পুরকায়স্থ।
তিনি বলেন- সামাজিক কার্যক্রমে বিজ্ঞাপনী সংস্থা হিসেবে এডলিংক (প্রাঃ) লিমিটেড শুরু থেকেই কাজ করে আসছে।
রায়ন শিশু পরিবারের অনুষ্ঠানে উপস্থিত এডলিংকের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর উজ্জ্বল দে, সেলস ডিরেক্টর অবিনাশ যাদব সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সামাজিক কার্যক্রমের সুদূরপ্রসারি পরিকল্পনা ও সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক বিকাশ সাধনে ভবিষ্যতেও কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন উজ্জ্বল দে এবং অবিনাশ যাদব।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি।