ফের ইনজুরিতে নেইমার : খেলবেন না বার্সার বিপক্ষে
স্পোর্টস ডেস্ক :
ফের ইনজুরিতে পড়েছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। ফলে উয়েফা চ্যাম্পিয়ন লিগে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার বিপক্ষে ম্যাচে খেলবেন না তিনি। ফরাসি কাপে কঁয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন তিনি।
শেষ ৩২ এর খেলায় কঁয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ওইদন ম্যাচের ৬০তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
পরীক্ষার পর বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়- বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। সেরে ওঠার প্রক্রিয়ার ওপর নির্ভর করবে তার মাঠে ফেরা। তবে সময়টা চার সপ্তাহের মতো হতে পারে বলে জানানো হয়েছে।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথম লেগে আগামী ১৬ ফেব্রুয়ারি বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে খেলবে পিএসজি। ফিরতি পর্বেও নেইমারের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। ঘরের মাঠে তারা ফিরতি লেগ খেলবে আগামী ১০ মার্চ।
উল্লেখ্য, ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন (২২ কোটি ২০ লাখ) ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার।