শায়েস্তাগঞ্জে বালুমাটি উত্তোলন করায় এক ব্যক্তি ১ লক্ষ টাকা জরিমানা
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব লেনজাপাড়া এলাকায় খোয়াই নদীর চর থেকে গর্ত করে বালু মাটি উত্তোলন করার অপরাধে বাবুল মিয়া (৫৫) এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
এসময় নদীতে থাকা দুইটি ড্রেজার মেশিন পাইপসহ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (ক) ধারা এ জরিমানা আদায় করেন। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মৃত আঃ নুরের পুত্র।