বাংলাদেশ ব্যাংক ক্লাবের মুজিববর্ষ ক্রিকেটে সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার :
সিলেট স্ট্রাইকার্স মুজিববর্ষ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট আয়োজিত মুজিববর্ষ ক্রিকেট লীগের শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সিলেট স্টেডিয়ামে ফাইনালে ৪ উইকেটে মৌলভীবাজার ম্যাভেরিক্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টস জিতে ব্যাট করতে নেমে মৌলভীবাজার ম্যাভেরিক্স ১৫ ওভারে ৯ উইকেটে ৮৩ রান সংগ্রহ করে। জবাবে ৮৪ রান টার্গেটে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স ৬ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। শিরোপা করে নেয় নিজেদের। অলরাউন্ডার সিন্ধুভূষণ পাল করেন অনবদ্য ৩২ রান। সিলেট-এর সিন্ধুভূষণ পাল ম্যান অব দ্যা ফাইনাল, আইকন সঞ্জয় দেব সজীব ম্যান অব দ্যা টুর্নামেন্ট, হবিগঞ্জ হ্যারিকেন্স-এর এ আর মাসুম সর্বোচ্চ রান সংগ্রাহক, মৌলভীবাজার ম্যাভেরিক্স-এর মো. এনামুল হক সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পান।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি জলি তালুকদার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস ও ক্রীড়া সম্পাদক মো. দেলওয়ার হোসেন-এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন সিলেট স্ট্রাইকার্স ও রানারআপ মৌলভীবাজার ম্যাভেরিক্স এর হাতে ট্রফি তুলে দেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল হাছিব, আবু ওয়াফা মো. মুফতি, খালেদ আহমদ, নৃত্যরঞ্জন দত্ত পুরকায়স্থ, এ টি এম আব্দুল্লাহ, জাবেদ আহমদ, সফিকুল ইসলাম।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আলমাস আহমদ শুক্কুর ও আবিদ হাসান রাজু। স্কোরার-এর দায়িত্বে ছিলেন মুহিন আহমদ ও মনিরুল ইসলাম। পুরো ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান জুড়ে ধারাবর্ণনায় ছিলেন- এ টি এম হাবিবুল্লাহ, জুয়েল কুমার সাহা ও মাহমুদুল হাসান।