জিয়াউর রহমানকে সংবর্ধনা দেয়া উচিত ছিলো : বিএনপির মানববন্ধনে গয়েশ্বর
সময় সিলেট ডেস্ক :
বঙ্গবন্ধুর নেতৃত্বকে মেনে নিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়ায় জিয়াউর রহমানকে সংবর্ধনা দেয়া উচিত ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
সেখানে তিনি বলেন- ‘জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বকে মেনে তার অবর্তমানে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। অর্থাৎ শেখ মুজিবুর রহমান জেলখানায় থাকলেও তার না পারা কাজটি জিয়াউর রহমান করেছিলেন। এ জন্য আমি ভেবেছিলাম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউর রহমানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হবে।’
সম্মুখ সমরের যোদ্ধাদের চেয়ে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা দশগুণ বলেও মন্ত্যব করেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় আল-জাজিরা’র প্রচারিত প্রতিবেদনটি মিথ্যা প্রমাণ করার আহ্বান জানান তিনি।
এতে সরকারকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র বলেন- ‘গলাবাজি, চাপাবাজি ছেড়ে সঠিকভাবে আপনি মোকাবিলা করেন। প্রমাণ করে দেন যে, আল-জাজিরা যা বলছে এটা সঠিক না, সত্য না মিথ্যা। এই কাজটুকু করতে এত কষ্ট কেন?’
ভবিষ্যতে অন্য পদবিগুলো কেড়ে নেয়া হবে কি না তা জানতে চান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কোনও সরকারই শেষ সরকার না উল্লেখ করে বিএনপি পুনরায় ক্ষমতায় আসবে সে বিষয়টিও ক্ষমতাসীনদের মাথায় রাখার কথাও জানান দুদু।