দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই জন আটক
সময় সিলেট ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। এসময় ট্রাক চালকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ শিববাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত আড়াইটার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডস্থ শিববাড়ী এলাকার গোটাটিকর মাদ্রাসার বিপরীতে ১টি ট্রাক থামানোর সিগন্যাল দেওয়া হয়। ট্রাকটিকে থামালে চালক তাজুল ইসলাম ও পাশের সিটে বসা নাঈম মল্লিক (২৪) কে গাড়ীতে কি মালামাল আছে তা জিজ্ঞেস করলে সন্তোষজনক জবাব দিতে না পারায় পুলিশের সন্দেহ হয়।
পরে ট্রাক তল্লাশি করে ভারতীয় চিপসের ২৫টি বড় কার্টুন, ৫৫টি বড় কার্টুনের ভেতর WAFER LAYERS ও ৩টি বড় কার্টুনে DARK FANTASY Choco fills বিস্কুট জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এসময় ট্রাক চালক তাজুল ইসলাম ও গাড়িতে বসা নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১০।