নগরীর খাঁরপাড়ায় দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন : রিপন-শরিফ ও সামু-সালমান জুটি চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার :
সিলেট নগরীর খাঁরপাড়া মিতালী সমাজকল্যাণ যুব পরিষদের উদ্যোগে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে খাঁরপাড়ায় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে অন্তর-মুন্না জুটিকে ২-০ ব্যবধানে পরাজিত করে রিপন-শরিফ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তৃতীয় হন মাছুম-তানভীর জুটি। আর জুনিয়র গ্রুপে সায়মন-জুম্মি জুটিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সামু-সালমান জুটি। তাছাড়া সিনিয়র গ্রুপে সেরা খেলোয়াড় হয়েছেন অন্তর এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন আরিফ আহমদ রিপন।
খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদের সভাপতিত্বে ও মিকাত হকের পরিচালনায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন- একেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান, খাঁরপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের সমাজসেবা সম্পাদক ও হোটেল জাহান এর স্বত্বাধিকারী রেজা মাহবুব করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- খাঁরপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের ডি জি এম জাবেদ আহমদ, খাঁরপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা জুমন আহমদ, অফিস সম্পাদক আলী হায়দার, প্রচার সম্পাদক শেনুর আহমদ, সুয়েব আহমদ, সাধীন আহমদ, সেবুল আহমদ প্রমুখ। ভার্চ্যুয়াল মাধ্যমে (ঢাকা হতে) সংযুক্ত হন কার্যকরী পরিষদের সভাপতি জামাল আহমদ ও (যুক্তরাজ্য হতে) প্রাক্তন সভাপতি শাহনাজুল ইসলাম শেহনাজ।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের প্রদত্ত বক্তব্যে বর্ণাঢ্য আয়োজনের এই দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সফলতার সাথে সম্পন্ন করায় টুর্ণামেন্টের সকল আয়োজক ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান। এবং আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখতে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে খারপাড়া মিতালী সমাজকল্যাণ যুব পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি রেজা মাহবুব করিম চৌধুরী ও আলী হায়দার-কে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন রিপন, মিকাত, রুবেল, আনোয়ার প্রমুখ। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির লিয়াকত, রিপন, মিকাত, রুবেল, আনোয়ার-সহ এলাকার যুবকবৃন্দ, বিশিষ্টি ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক-ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।