সাহেবের বাজারের হা-ডু-ডু খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
হারিয়ে যেতে চলা ঐতিহ্যবাহী কাবাডি (হা-ডু-ডু) খেলাকে ফিরে আনতে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মরহুম হারুনুর রশীদ স্মৃতি পরিষদের উদ্যোগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাহেবের বাজারের পশ্চিম মাঠে হা-ডু-ডু খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় দাম দাম দিগা দিগা ও খাদিজা স্পোর্টিং ক্লাব।
জাতীয় এই খেলাকে ঘিরে বিকাল থেকেই উৎসব মুখর হতে থাকে আশপাশের এলাকা। খেলা উপভোগ করতে সব বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বী মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও বশির আহমেদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দিদারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশীদ, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ও খাদিম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ইকলাল আহমদ, এডভেকেট নুরুল আমিন, এস আই আব্দুল আজিজ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মামুনুর রশীদ শামিম।
বক্তরা বলেন- গ্রামবাংলার প্রাচীনতম কাবাডি (হা-ডু-ডু) খেলা আমাদের দেশের জাতীয় খেলা হলেও এখন তা হারিয়ে যেতে বসেছে। জাতীয় এই খেলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় আগামী বছরেও হা-ডু-ডু খেলা আয়োজন করতে হবে এবং আগামী প্রজন্মকে আমাদের এসব খেলাগুলোকে জানাতে হবে।
খেলায় খাদিজা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করে দাম দাম ডিগা ডিগা।
এসময় উপস্থিত ছিলেন- সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুর রহিম, উম্মর আলী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লন্ডন প্রবাসী রাহেল আহমদ, যুবলীগ নেতা মিজানুর রহমান, সাহেবের বাজার স্কুল এন্ড কলেজর সহকারী শিক্ষক আব্দুল বাছিত, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সদস্য আবুল কালাম আজাদ, আলেক আহমদ প্রমুখ।