জামিনে মুক্ত যুবদল নেতা লিটন আহমেদ : আদালত প্রাঙ্গনে সংবর্ধনা
নগর সংবাদদাতা :
গ্রেফতারের পর আদালত থেকে জামিনে মুক্তি পেলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লিটন আহমেদ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) জামিনে মুক্তির পর আদালত প্রাঙ্গনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক জেলা সভাপতি ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক শামীম মজুমদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মখলিছ খান, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন রহিম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আশরাফ বাদল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক নেতা কামরান হোসেন হেলাল, যুবদল নেতা জামাল আহমেদ খান, কয়ছর আহমেদ চৌধুরী, জিলু আহমেদ দিলু, লিয়াকত আহমেদ, খোকন আহমেদ, রাহাত আহমেদ টিপু, হিবজুর বিশ্বাস রাজু, হুমায়ূন কবির তালুকদার, জলিল আহমেদ, কাদির আহমেদ, নাজিম উদ্দীন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সহ-সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ, যুবদল নেতা রুবেল আহমেদ, জাহিদুল ইসলাম, রবিউল হোসাইন, সুজন আহমেদ, শাহিন আহমেদ, বুরহান আহমেদ, মাজহারুল ইসলাম শিপন ও জাহিদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে লিটন আহমদকে নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুরে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।