হাওর পাড়ের প্রতিষ্ঠানে মুগ্ধ সিলেটের বিভাগীয় কমিশনার
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা :
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন- দীর্ঘ চাকরি জীবনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি, অনেক এতিম খানায় গিয়েছি, এমন সাজানো গোছালো শিক্ষা প্রতিষ্ঠান কোনো শহরেই দেখিনি। হাওরের পাড়াগাঁয়ের মনোরম পরিবেশে অবস্থিত ব্যতিক্রমী এ প্রতিষ্ঠান আমাকে অভিভূত করেছে। আমি যেখানেই থাকি সরকারি এবং ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করে যাব।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের সুজানগরে অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমিতে অসহায় এতিম মেয়েদের শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরীর প্রশংসা করে বলেন- আপনার এ মহতি কাজ, আজীবন সকলকে সমাজ সেবামূলক কাজে প্রেরণা যোগাবে। সমাজের এতিম অসহায় মেয়েদের এমন সেবামূলক কাজ সত্যই প্রশংসার যোগ্য, এতিম অসহায় মেয়েদের জন্য এমন আবাসিক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বলে আমার জানা নেই।
তিনি আরও বলেন- ভালো কাজ কখনো থেমে থাকে না, এ প্রতিষ্ঠান দিন দিন উন্নয়নের পথে এগিয়ে যাবে এ আমার বিশ্বাস।
একাডেমির অধ্যক্ষ নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম, সাংবাদিক অফতাব চৌধুরী ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- একাডেমি পরিচালনা কমিটির সদস্য এনাম চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, প্রভাষক মোস্তাহার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, শাহীন চৌধুরী, আকিবুন্নেছা প্রমুখ।