জগন্নাথপুরে বেড়িবাঁধের কাজ পরিদর্শনে ইউএনও
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফসলরক্ষা বেড়িবাঁধের ২০টি প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
তিনি শনিবার (১৩ ফেব্রুয়ারি) জগন্নাথপুরের নলুয়া হাওরের পোল্ডার-১ এর আওতাধীন ৫, ৮, ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন। এর আগের দিন শুক্রবার তিনি দিনভর নলুয়া হাওরের ১ নম্বর থেকে শুরু করে ১৭ নম্বর প্রকল্প পর্যন্ত পরিদর্শন করেন। এ সময় তিনি যেসব প্রকল্পের কাজে ক্রুটি ও অগ্রগতি কম সেসব প্রকল্পের কাজ নীতিমালা অনুয়ায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন- আমরা সার্বক্ষনিক বেড়িবাঁধ কাজের খোঁজ নিচ্ছি। কিছু প্রকল্পে মাটি ও মাটি কাটার মেশিন সংকটের কারণে কাজ বিলম্ব হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে হবে।
তিনি জানান- বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি আমরা সহ্য করব না।