জুড়ীতে রাস্তার কাজের ধীরগতির প্রতিবাদে গাছ ফেলে সড়ক অবরোধ
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ীতে রাস্তার কাজে ধীরগতির প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাটি গত মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের ভবানীপুর এলাকায় ঘটেছে। এ সময় সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
অবরোধ চলাকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু ও সহ-সভাপতি আহমদ কামাল অহিদ।
বক্তারা বলেন- ২০১৮ সালে জুড়ী-ফুলতলা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। কাজের মেয়াদ দুই বছর থাকলেও তিন বছর হয়ে গেছে। এখনও অর্ধেক কাজ শেষ হয়নি। যে কারণে জুড়ী-ফুলতলা-বটুলী এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তারা বলেন- জায়ফরনগর, সাগরনাল, ফুলতলা ও গোয়ালবাড়ি ইউনিয়নের মানুষ ধুলোবালির কারণে স্বাসকষ্ট, হাঁপানি, সর্দি-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। মানুষ সুস্থ অবস্থায় ঘরে ফিরতে পারেন না।
বক্তারা আরও বলেন- ঠিকাদার এই রাস্তার কাজের শুরু থেকে নানা অনিয়মের আশ্রয় নিচ্ছেন, নিম্নমানের কাজ করছেন। স্থানীয়রা বার বার তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ও কোন সুরাহা হচ্ছে না। অদৃশ্য ইশারায় ঠিকাদার দীর্ঘদিন থেকে কাজ ফেলে রাখায় মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়েছে।
দ্রুত ও সঠিক ভাবে রাস্তার কাজ শেষ করার জন্য জোর দাবি জানিয়ে ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেয়া হয়। অবরোধ কালে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও গণ্যমানব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করলে কয়েকজন শ্রমিক ছাড়া দায়িত্বশীল কাউতে পাওয়া যায়নি।