জেলার সেরা করদাতার সম্মাননা পেলেন বড়লেখার জালাল আহমদ
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা :
মৌলভীবাজার জেলার তরুণ করদাতা হিসেবে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন বড়লেখার ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার জালাল আহমদ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মৌলভীবাজার উপ-কর কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ২ দুই নারীসহ আরও ৭ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
সকালে উপ-কর কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সহকারী কর কমিশনার সৈয়দা নিলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন- কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফয়জুল করিম ময়ূন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নীলিমেষ ঘোষ বলু প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় তরুণ করদাতা ক্যাটাগরিতে সম্মাননা পাওয়া জালাল আহমদ বলেন- ‘জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা হিসেবে সম্মানিত করায় ভালো লাগছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমাকে আরও প্রেরণা যোগাবে। এ ধরণের আয়োজন নতুন করদাতাদেরও উৎসাহিত করবে। সেই সাথে সরকারের রাজস্ব বাড়বে। দেশ ও জনগণের কল্যাণে আসবে।’
প্রসঙ্গত, ২০১৯-২০ কর বছরে জেলার সর্বোচ্চ তরুণ (৪০ বছর বয়সের নিচে) আয়কর প্রদাকারী হিসেবে সেরা করদাতা হন জালাল। তিনি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মিছবাহুল ইসলামের ছেলে।