দিরাইয়ে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাইয়ে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম জয়তুন বেগম (৪৫)। তিনি উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রুস্তুম মিয়ার স্ত্রী।
এর আগে পৌরসভার হারানপুর-ঘাগটিয়া সড়কের মজলিশপুর গ্রামে ২৩ অক্টোবর ২০১৯ তারিখ ইজিবাইক চাপায় সুজন দে (১৮) নামক এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়- শনিবার সকালে মাছিমপুর থেকে ইজিবাইকে দিরাইয়ে যাচ্ছিলেন জয়তুন বেগম। রাজানগর বাজারের পাশে পৌঁছালে গায়ের চাদর ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ইজিবাইক থেকে রাস্তায় পরে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে যাবার সময় পথে তার মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।