‘ব্যর্থ জীবন’ আমার শেষ মিউজিক ভিডিও : আসিফ
বিনোদন ডেস্ক :
এক সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। ‘ব্যর্থ জীবন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এতে তার সঙ্গে গেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী তারান্নুম আফরীন। সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ হয়েছে মিউজিক্যাল গানটি।
‘ব্যর্থ জীবন’ গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল। তাছাড়া, সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি নিয়ে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন শুভ্র মেহরাজ, শাকিলা পারভীন ও আশিকুজ্জামান অপু।
গানের বিষয়ে জানতে চাইলে আসিফ আকবর বলেছিলেন- ‘ব্যর্থ জীবন’ গানটি খুবই ভালো হয়েছে। এছাড়া তারান্নুম আফরীনের সঙ্গে প্রথম গান করলাম। তার সঙ্গে কাজ করে বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমার। তিনি খুবই গুণী একজন মানুষ। এতো ব্যস্ততার মাঝেও তিনি গানকে ভালোবেসে নিয়মিত গান করেন বিষয়টা আমার কাছে ভালো লেগেছে।
তিনি আরও বলেন- আশা করছি, গানের পাশাপাশি ভিডিওটিও দর্শকদের কাছে ভালো লাগবে। এটাই আমার শেষ মিউজিক ভিডিও। আর মিউজিক ভিডিওতে কাজ করবো না।