আজ তা’লীমুল উলূম গুরকচি মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি :
প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী তা’লীমুল উলূম গুরকচি মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল আজ ১৪ ফেব্রুয়ারী ২০২১ ইংরেজী, রোজ- রবিবার (সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত), মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আজিুল ইসলাম দা.বা. এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই মোবারক দ্বীনি মাহফিলে প্রধান অতিথি হিবেসে উপস্থিত হয়ে ওয়াজ করবেন- বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ আল্লামা শায়খ হাসান জামিল দা.বা. (ঢাকা)। প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ ফরমাইবেন- মুফাস্সিরে কোরআন মাওলানা সালমান ফারসি (ঢাকা)।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন- শায়খুল হাদীস হবিগঞ্জী রহ. এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা তাফহিমুল হক দা.বা.। বিশেষ মেহমান হিসেবে বয়ান করবেন- জামেয়া ওমর-বিন খাত্তাব ভৈরব-এর মুহতামিম মাওলানা মুফতি জাবের মুহাম্মদ আজহার দা.বা.।
দাওয়াতি ওলামায়ে কেরামদের মধ্যে রয়েছেন- বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তা দা.বা, শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির দা.বা., শায়খুল হাদীস মাওলানা রুহুল আমীন দা.বা., শায়খুল হাদীস মাওলানা আব্দুল আউয়াল দা.বা., শায়খুল হাদীস মুফতি আরিফুজ্জামান রহমানী দা.বা., শায়খুল হাদীস মাওলানা বদরুজ্জামান দা.বা.। এছাড়া আরও দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামী স্কলারগণ মূল্যবান ওয়াজ ও নসিহত পেশ করবেন।
উক্ত ওয়াজ মাহফিলে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে যথা স্থানে উপস্থিত থাকতে এবং সর্বস্থরের দ্বীনদরদি ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবী হাসিল করার জন্য আহবান জানিয়েছেন তা’লীমুল উলূম গুরকচি মাদরাসার মুহতামিম মাওলানা মোশতাক আহমদ দা.বা.।