১১৭ রানে অলআউট ক্যারিবীয়রা : জিততে ২৩১ রান চাই বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশী বোলারদের দাপটে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের ইনিংসের লিডসহ তাদের লিড দাঁড়িয়েছে ২৩০ রানে। জিততে ২৩১ করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।
আগের দিনের ৩ উইকেটে ৪১ রান নিয়ে ব্যাট করতে নেমে আজ ১৪ ফেব্রুয়ারি, রোববার সকালেই ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ৫০ রানের মাথায় ওয়ারিক্যানকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান আবু জায়েদ রাহি। আর ১২ রান যুক্ত করার পরই চট্টগ্রাম টেস্টের নায়ক মায়ার্সকেও একইভাবে আউট করেন রাহি।
পরে দলীয় ৭৩ রানে তাইজুল ইসলামের বলে কিপার লিটন দাসের চাতুর্যে স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফেরেন জার্মেইন ব্ল্যাকউড। পরে জোশুয়া ডি সিলভাকে নিয়ে সামান্য প্রতিরোধ গড়ে তোলেন এনক্রুমা বোনার। তবে ১০৪ রানের মাথায় সিলভাকে সৌম্যর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তাইজুল। পরে শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন ক্যারিবীয়রা।
সংক্ষিপ্ত স্কোর:
- ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংসে ১৪২.২ ওভারে ৪০৯ (জোশুয়া ৯২, বনার ৯০, জোসেফ ৮২, ব্র্যাথওয়েট ৪৭; রাহী ৪/৯৮, তাইজুল ৪/১০৮)।
- বাংলাদেশ : প্রথম ইনিংসে ৯৬.৫ ওভারে ২৯৬ (লিটন ৭১, মিরাজ ৫৭, মুশফিক ৫৪, তামিম ৪৪; কর্নওয়াল ৫/৭৪, গ্যাব্রিয়েল ৩/৭০)।
- ওয়েস্ট ইন্ডিজ : দ্বিতীয় ইনিংসে ৫২.৫ ওভারে ১১৭ (বোনার ৩৮, জোশুয়া ২০; তাইজুল ৪/৩৬, নাঈম ৩/৩৪, জায়েদ ২/৩২)