ওসমানীনগরের দয়ামীর বাজার বণিক কল্যাণ সমিতির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত
বিশেষ সংবাদদাতা :
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত নেতৃবৃন্দের কাছে আহবায়ক কমিটি কতৃক দায়িত্ব হস্তান্থর ও সংবর্ধনা সভা শনিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বণিক কল্যান সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য হাজী উমর আলীর পরিচালনায় আয়োজিত এতে আহবায়ক কমিটির সভাপতি হাফেজ আবু ইউসুফ আজাদ নব-নির্বাচিত সকল সদস্যদের শপৎ বাক্য পাঠ করান।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন- বণিক কল্যাণ সমিতি দয়ামীর বাজারের ব্যবসায়ীদের কল্যাণের লক্ষ্যে কাজ করে যাবে এবং দয়ামীর বাজারকে একটি অন্যতম ব্যবসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবে।
এ সময় উপস্থিত ছিলেন- বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুস শহিদ , সহ-সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক আক্তার আলী, সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, কোষাধক্ষ্য এমদাদুর রহমান এমাদ, সমাজ কল্যাণ সম্পাদক এম রুম্মান আহমদ, দপ্তর ও প্রচার সম্পাদক মাহফুজ আহমেদ রাসেল, সদস্য মো. জলফু মিয়া, মো. আব্দুর রউফ, মো. আফছর আলী, মো. আছকির আলী, আহবায়ক কমিটির সদস্য শায়েস্তা মিয়া, মকবুল আলী, মাওলানা আতাউল গণী, ব্যবসায়ী বদর উদ্দিন আহমদ হেলাল ও জাহির মোহন প্রমুখ।