আল জাজিরার রিপোর্ট ধামাচাপা দিতে জিয়ার খেতাব সরকারের নতুন ইস্যু : মিলন
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা :
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন- স্বাধীনতা সংগ্রামে বীরত্বের অবদান রাখায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম খেতাব পেয়েছেন। এটি আওয়ামীলীগের কোনো সম্পদ নয়। যারা আজ খেতাব বাতিল করতে চায় তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। এরাই দেশদ্রোহী।
তিনি বলেন- এসব করে কোনো লাভ হবেনা। বরং শহীদ জিয়াকে বিশ্বদরবারে আরও উচ্চ আসনে উঠিয়ে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন- আল জাজিরার এক প্রতিবেদনে মাদার অফ মাফিয়া আখ্যায়িত করা হয়েছে শেখ হাসিনাকে। এর কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা দিতে পারছে না সরকার। দেশবাসী আজ বিশ্বের কাছে লজ্জিত। আল জাজিরার রিপোর্টকে দেশবাসীর কাছে ধামাচাপা দিতে শহীদ জিয়ার খেতাব নিয়ে নতুন ইস্যু তৈরি করা হয়েছে। যে সরকারের গ্রহণযোগ্যতা নেই অগণতান্ত্রিক পন্থায় বিনা ভোটে ক্ষমতায় এসেছে তাদের মুখেই এসব মানায়। গদি রক্ষার জন্য দেশ ধ্বংস করা যাবেনা। দেশ-জাতী ও গণতন্ত্র রক্ষায় বিএনপি জেগে উঠেছে। সরকার পতনের সময় আর বেশ দূরে নয়।
রোববার (১৪ফেব্রুয়ারি) রাতে ছাতকের দোলারবাজার ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমীর শাদী মহল সেন্টারের সামনে ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, হিফজুল বারী শিমুল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি টিএম আহসান মাহবুব, সৌদি আরবের মুছনা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত খসরু, সাবেক ছাত্রদল নেতা প্রবাসী সোহাগ তালুকদার, শহীদ মিয়া, উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক এমরান আহমদ।
ওয়ার্ড প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- আফরোজ মিয়া, ডা. আব্দুল হক, আবুল হোসেন, আনজব আলী, আফতাব আলী, নিজাম উদ্দিন, রমজান আলী, আনোয়ার হোসেন, আরশ আলী, শাফী মিয়া, নেছার আহমদ, ওয়ারিশ আলী, নূরুল ইসলাম, আব্দুর রহিম।
সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাওলানা জিয়াউর রহমান, আসাদুল ইসলাম, গোলাম কিবরিয়া, আলী আহমদ, আকরামিন আহমদ, আব্দুল মজিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজাদ মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সাহিদ আহমদ, ছাত্রদল নেতা হাফিজুর রহমান, মারজান আহমদ, এসএম তাহসীন, জুনেদ আহমদ, নাসির হাসান প্রমুখ।
ওয়ার্ড প্রতিনিধি সভায় আলী হোসেন মানিক, নাসির উদ্দিন নাইয়র মিয়া, রাহিম আলী, ফয়জুল ইসলাম, আনিস আলী কালেক্টর, আব্দুল কুদ্দুস, নূর মামন কালা, জমির আলী, ছাইম আলী, আবুল হোসেন, এখলাছ মিয়া, মাহবুব আলী মখবুল, সেবুল মিয়া, রাকিব আলী, মাও.নিয়ামত উল্লাহ, আব্দুস শহিদ শিপলু, ইকবাল হোসেন সুহেল, কুতুব উদ্দিন, সানূর আলী সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা গোলাম আহমদ জুনেল।
সভায় ছাতক উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশতাক আহমদ, দোলারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম ডা. আসলম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফজলু মিয়া, মরহুম জমির আলী মাস্টার, মৌরশ আলী, আহবাব মিয়া, ডা. কেপিএম শফিক, জিল্লুল হক জিলুসহ ইউনিয়নের সকল প্রয়াত বিএনপি নেতাদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান, গোলাম মাওলাসহ বিএনপির সকল অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা ক্বারি আছকির আলী।