সিলেট জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নগর সংবাদদাতা :
১৫ ফেব্রুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস ও প্রহসনের নির্বাচন’ এর প্রতিবাদে সারাদেশের ন্যায় সিলেটেও সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা যুবলীগ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর ভিবিন্ন সড়ক প্রদক্ষিন করে সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সমবেত হয়।
মিছিলে নেতৃত্ব দেন- সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ-সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এক তরফাভাবে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে বিএনপি। ঐ নির্বাচনে তাদের সহায়তা করে ফ্রিডম পার্টি। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। ঐ নির্বাচনের পর সংসদ স্থায়ী ছিল মাত্র ১২ দিন।
আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে তুমুল আন্দোলনের মুখে ৩০ মার্চ সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়।