কমলগঞ্জে তিন সড়কের উদ্বোধন করলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে তিনটি সড়কের উদ্বোধন হয়েছে। জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাটামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কগুলোর কাজ হয়েছে।
সড়কগুলো হচ্ছে- ছয়চিরি-নোয়াগাঁও রাস্তা উন্নয়ন (৬০০-১৭৬০ মিটার) ও ঝাপের গাওঁ-বনগাঁও রাস্তা উন্নয়ন (২০০০-৩৫০০ মিটার)। কাজ শেষ হওয়ায় উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সড়ক উদ্বোধন উপলক্ষে ২ নম্বর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুই ইসলাম প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।