শায়েস্তাগঞ্জে ফ্রিজ কাপ দ্বৈত ব্যাডমিন্টনে নিহা জুটি চ্যাম্পিয়ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :
শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নের সুরাবই ফ্রিজ কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নিহা এন্টারপ্রাইজ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় সুরাবই করমামদপুরের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নিহা এন্টারপ্রাইজ ও সুরাবই কুমারহাটি ক্লাব। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় সুরাবই কুমারহাটি ক্লাবকে হারিয়ে নিহা এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
এ সময় তিনি বলেন- শরীর মন মানসিকতা ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই। যারা নিয়মিত খেলাধুলার সাথে জড়িত থাকে তারা কখনোই কোন মাদক, অপরাধযুক্ত কাজের সাথে জড়িত থাকে না। কিন্তু দিনদিন অত্র অঞ্চলে খেলাধুলা করার জন্য পর্যাপ্ত মাঠের অভাব লক্ষ্য করা যাচ্ছে।
আলোচনা সভায় খেলাধুলার স্বার্থে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার বরাদ্দ থেকে নুরপুর ইউনিয়নের সুতাং রেলওয়ে মাঠের সংস্কার করা হবে বলে ঘোষণা দেন।
এম এ মামুন আহমেদের পরিচালনায় ও ইসহাক আলী সেবনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, বিশিষ্ট মুরব্বী উছতার খান, মো. আছকির মিয়া, মো. নুরুল ইসলাম কাজল, মো. তাজুল ইসলাম আরজু, মো. খেলু মিয়া, মো. সারাজ উদ্দিন, প্রাক্তন খেলোয়াড় জি এম ইকবাল, ক্রীড়াবিদ গোলাম কিবরিয়া রায়হান প্রমুখ। উক্ত খেলায় রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন সাবেক খেলোয়াড় সৈয়দ শাহান শাহ।
অনুষ্ঠিত টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন- নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছহাক আলী সেবন। তিনি জানান- এখন থেকে প্রতি বছরই এরকম খেলা আয়োজন করার জন্য তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন।
ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টে বিজয়ী দল নিহা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মো. উজ্জ্বল মিয়ার হাতে একটি ফ্রিজ ও রানার্সআপ দল সুরাবই কুমারহাটি ক্লাবকে একটি টিভি তুলে দেয়া হয়। এছাড়া সকল অতিথিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
খেলায় আয়োজক কমিটি হিসেবে ছিলেন- স্নিগ্ধ চৌধুরী, ফরাস উদ্দিন রাব্বী, সৈয়দ মোহন, আব্দুল্লাহ মামুন, আজাদুল ইসলাম জীবন, মো. মাসুদ খান, আমিনুল ইসলাম স্বপন, মুজিবুর রহমান উদয়, রবিন দাশ প্রবীণ ও সাইফুল ইসলাম।
উক্ত ফাইনাল খেলা দেখার জন্য সন্ধ্যা থেকেই দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের ঢল নামে। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।