শৃঙ্খলার সাথে কোনভাবেই আপোষ করা যাবে না : আইজিপি
সময় সিলেট ডেস্ক :
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন-ে ‘পুলিশের আচার-আচরণে ইতিবাচক অনেক পরিবর্তন এসেছে। থানায় আগত সেবাপ্রার্থীর সাথে যে কোনো প্রকার খারাপ আচরণের কথা বাস্তব নয়, গল্প ও কল্পকথার অংশ হোক। জন-বান্ধব পুলিশ হতে হলে, থানায় কর্মরত পুলিশ সদস্যদেরকে জনগণের সাথে ভালো আচরণ করতেই হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, সেবাপ্রার্থীর প্রতি সাপোর্টিভ হতে হবে।’
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের শাপলা কনফারেন্স রুমে কোয়ার্টালি অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্বের বক্তব্যে পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।
সভায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মনিটরিং অব্যাহত রেখে নিবিড়ভাবে তদারকির নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
পুলিশের মহাপরিচালক বলেন- ‘পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমরা বিট পুলিশিং চালু করেছি। ইতোমধ্যে দেশব্যাপী বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। বিট পুলিশিং কার্যক্রমকেও আরও গতিশীল করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।’
শৃঙ্খলার ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন- ‘শৃঙ্খলার সাথে কোনভাবেই আপোষ করা যাবে না। কর্মক্ষেত্রে সহকর্মী ও অন্যান্য পেশার মানুষের সাথে পেশাদার সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। পেশাদার সম্পর্ক এড়িয়ে কোনো ব্যক্তিগত সম্পর্ক নয়। পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশার ব্রতী হতে হবে।’