মৌলভীবাজারে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন
স্টাফ রিপোর্টার :
অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে একযোগে সারাদেশের প্রতিটি জেলা ও বিশ্ববিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারে আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শহীদ আইভি রহমান অডিটোরিয়ামে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব।
ঢাকা পোস্টের মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈমের সভাপতিত্বে ও যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- ইলেট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বকসি মিছবাহউর রহমান, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ ও সিনিয়র সাংবাদিক মাসুদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ বয়তুল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, কার্যনির্বাহী সদস্য শ ই সরকার জবলু, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ মহসীন, এটিএন বাংলার প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি ফেরদৌস আহমদ, দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক মো. আব্দুর রব, দৈনিক উত্তরাধিকার পত্রিকার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দেশ রূপান্তর ও টিবিএস এর প্রতিনিধি রিপন দে, জাগো নিউজের প্রতিনিধি আশরাফ আলী প্রমুখ।
এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।