হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে যেয়ে দুর্ঘটনা : ৩ আরোহী নিহত
সময় সিলেট ডেস্ক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা লেগে ৩ আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে গোবিন্দগঞ্জের পানিতলা এলাকায় বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় থানা পুলিশ।
পুলিশ জানায়- ঘটনাস্থলে ১ জন এবং গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও ১ জন মারা যায়। এদিকে, বগুড়া নেয়ার পথে তৃতীয় জনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান- দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এরপর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে বলেও জানান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান- বগুড়া নেয়ার পথে একজন, ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।