দ্বীন সংরক্ষণ ও প্রচারে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম : বিয়ানীবাজার জমিয়ত নেতৃবৃন্দ
সংবাদ বিজ্ঞপ্তি :
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পৌরশহরের অভিজাত এক রেস্টুরেন্টে ‘ইসলামে মাতৃভাষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হক কাসিমী ও যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ রুহুল আমীন খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কালামে পাকের তেলাওয়াত করেন- উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আব্দুস শাকুর। বিষয় ভিত্তিক আলোচনা করেন- বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতি শিব্বির আহমদ, বিয়ানীবাজার উপজেলাধীন ৪নং শেওলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান।
বক্তারা তাদের আলোচনায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন, বিশেষত ভাষা সংগ্রামে উলামায়ে কেরামের অনস্বীকার্য অবদান উল্লেখ করে বলেন- জমিয়ত নেতা মরহুম মাওলানা মুহি উদ্দীন খান ৫২ এর ভাষা সংগ্রামে অংশগ্রহণ ছাড়াও বাংলা ভাষাকে সমাজের সর্বস্থরে ছড়িয়ে দিতে আজীবন কাজ করে গেছেন।
ক্তারা আরও বলেন- আমাদেরকে ভালোভাবে মাতৃভাষায় বুৎপত্তি অর্জন করতে হবে। কেননা দ্বীন সংরক্ষণ ও প্রচার-প্রসারে মাতৃভাষা র গুরুত্ব অপরিসীম। কোরআন বলে- সকল নবী সা. কে স্বজাতির ভাষায় প্রেরণা করা হয়েছে। বক্তারা মাতৃভাষা বাংলাকে আইন-আদালতসহ দেশের সকল পর্যায়ে বাস্তবায়ন করতে এবং সকল প্রকার বিকৃতি থেকে রক্ষা করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সভায় উপজেলা জমিয়তের দায়িত্বশীলগণ এবং বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল ছাড়াও জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের সদস্য সমর্থক শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। সভার শেষলগ্নে শহীদানের রুহের মাগফিরাত ও বিশ্বব্যাপী চলমান ভাইরাস থেকে মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন- উপজেলা জমিয়তের অন্যতম সহ-সভাপতি মাওলানা শায়খ আকতার ফারুক জালালাবাদী।