বাংলাদেশ ব্যাংকে বিদায় সংবর্ধনা : ‘কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হবে’
বিশেষ সংবাদদাতা :
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম বলেছেন- অর্থনৈতিক সেক্টরের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকারদের নেতৃত্ব প্রদান করতে হবে। তিনি বলেন- সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ-এর প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে ব্যাংক পরিদর্শন বিভাগ আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মো. খুরশীদ আলম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মহাব্যবস্থাপক মো. আবুল কালাম।
সহকারী পরিচালক অমিত্র সূদন পালের প্রাণবন্ত উপস্থাপনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- সহকারী পরিচালক (প্রকৌ ত্বড়িত) মো. ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল হাছিব, খালেদ আহমদ, শামীমা নার্গিস, মো. আমিনুল ইসলাম, নৃত্যরঞ্জন দত্ত পুরকায়স্থ, এ টি এম আব্দুল্লাহ, মো. আতিকুর রহমান, জাবেদ আহমদ, সাইফুল ইসলাম খান, যুগ্ম-পরিচালক মো. সাইফুল আলম, ফরিদ আহমদ, মো. ওয়ারিছ উদ্দিন, পরেশ চন্দ্র দেবনাথ, কবির আহমদ শরীফ, সুব্রত তালুকদার, মো. শফিকুল ইসলাম, রাজেশ আচার্য্য, মোহাম্মদ আলী আকতার, সমীরণ দাস, উপপরিচালক তাসবীরা হক, রত্নেশ্বর ভট্টাচার্য্য, শাহ মো. আশরাফ সিদ্দিকী, রনি দে প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি মো. হারুনুর রশীদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম।