ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন
বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা :
কাউন্সিলে বিয়ানীবাজার সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ছিদ্দিক আলমকে সভাপতি ও আব্দুল কাদির জাফরকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি জেলা ছাত্র জমিয়ত কর্তৃক ঘোষণা করা হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় স্থানীয় কলেজ রোডস্থ নিউ ভোজবাড়ি রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা হাফিজ ফরহাদ আহমদ।
শাখা সভাপতি মো. ছাইফুর রহমান-এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক এম এবাদুর রহমান খান-এর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ শিব্বির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মারুফুল হাসান, সহ-সভাপতি হাফিজ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আলম, সাংগঠনিক সম্পাদক হাফিজ জাহিদ হাসান, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সাবেক দায়িত্বশীল রফিক উদ্দিন ও সাবেক সভাপতি হিফজুল আমিন খান।
কাউন্সিলে বিয়ানীবাজার সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ছিদ্দিক আলমকে সভাপতি ও আব্দুল কাদির জাফরকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি জেলা ছাত্র জমিয়ত কর্তৃক ঘোষণা করা হয়।
এ সময় ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, প্রতিষ্ঠান ও আঞ্চলিক শাখার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মারুফুল হাসানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।