মানব কল্যাণে কাজ করে যাচ্ছে ‘বাদশা চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন’
সময় সিলেট ডেস্ক :
সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাদশা চৌধুরী মেমরি ফাউন্ডেশন। এ লক্ষ্যে গত ২০২০ ইংরেজী সালের পহেলা ডিসেম্বর থেকে সিলেটের ওসমানীনগর উপজেলার, উসমানপুর ইউনিয়নের লামাপাড়ায় কাজ শুরু করে সংস্থাটি। সেই তারিখেই মূলতঃ প্রতিষ্ঠা পায় এই ফাউন্ডেশন।
“মানবতার সেবায় আমরা” স্লোগানকে প্রতিপাদ্য করে করোনাকালের শুরু থেকে অদ্যাবধি গ্রামের অসহায় মানুষের পাশে আছে ফাউন্ডেশনটি। ইতোপূর্বে এই ফাউন্ডেশনটির দ্বারা উপকৃত হয়েছেন অসংখ্য খেটে খাওয়া শ্রমিক-মজদুর ও এলাকার মধ্যবিত্ত মানুষজন।
যে বাদশা চৌধুরীর নামে ফাউন্ডেশনটি গড়ে তোলা হয়েছে, তারই দ্বিতীয় সন্তান শফিকুর রহমান চৌধুরী অত্যন্ত সুনামের সাথে ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসবে দায়িত্ব পালন করে চলেছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচালনা পর্ষদে আছেন তার ছোট ছেলে আশিকুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে (বাদশা চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন) কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন : জাহেদুর রহমান চৌধুরী, নাজু চৌধুরী, ধলা চৌধুরী, আনছার চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী রায়হান, খালেদুর রহমান চৌধুরী, জাবেদুর রহমান চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী সেরওয়ান, পারভেজ চৌধুরী, রুবেদুর রহমান চৌধুরী, মতিউর রহমান চৌধুরী কামরান, সুরমা চৌধুরী, পারভিন চৌধুরী, নাজবীন চৌধুরী, জেসমিন চৌধুরী, রুয়েদুর রহমান চৌধুরী মনি, রাশেদ চৌধুরী, ফরহাদুর রহমান চৌধুরী, নাহিদুর রহমান চৌধুরী প্রমুখ।
“মানবতার সেবায় আমরা” স্লোগানকে প্রতিপাদ্য করে করোনাকালের শুরু থেকে অদ্যাবধি গ্রামের অসহায় মানুষের পাশে আছে ফাউন্ডেশনটি। ইতোপূর্বে এই ফাউন্ডেশনটির দ্বারা উপকৃত হয়েছেন অসংখ্য খেটে খাওয়া শ্রমিক-মজদুর ও এলাকার মধ্যবিত্ত মানুষজন।
প্রসঙ্গত, বাদশা চৌধুরীর নাতি (ফ্রান্স প্রবাসী) রুয়েদুর রহমান চৌধুরী মনি মূলতঃ প্রথমে তার দাদার নামে সেবাধর্মী একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছিলেন বহু আগ থেকে। দিন যতো গড়াতে থাকে, রুয়েদ চৌধুরীর স্বপ্নও ততো বড় হতে থাকে। তিনি স্বপ্ন শেয়ার করেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। এতে তারাও সম্মতি দেন। যার ফলশ্রুতিতে গড়ে উঠে বাদশা চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন।
তাছাড়া দীর্ঘদিন থেকে লামাপাড়া ইউনিয়নের অসহায় মানুষের যে কোন সমস্যায় সামর্থ্যের সবটুকু দিয়ে সাহায্য-সহযোগিতা করে আসছিল বাদশা চৌধুরীর পরিবার। কিন্তু সেই সহযোগিতার প্রাতিষ্ঠানিকতা বা আনুষ্ঠানিকতা ছিলো না। অবশেষে বাদশা চৌধুরী পরিবারের অতীত দিনের সাহায্য-সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং বৃহৎ পরিসরে মানব কল্যাণে ভূমিকা রাখতে প্রাতিষ্ঠা করা হয় ‘বাদশা চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন’।
প্রতিষ্ঠার পর থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার ব্রত নিয়েই এগিয়ে চলেছে বাদশা চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় আগামী রমজান মাস শুরুর আগে এলাকায় খাদ্য সামগ্রী বিতরণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাদশা চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন-এর কার্যকরী কমিটির সদস্যরা জানিয়েছেন- “মানবতার সেবায় আমরা” স্লোগানকে প্রতিপাদ্য করে মানব কল্যাণে নিবেদিত এই ফাউন্ডেশনটি করোনার শুরু থেকেই অসহায় মানুষের কল্যাণে কাজ করে চলেছে। তারা সবাই আর্তমানবতার সেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের সকল কল্যাণকর্ম সুষ্টু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে সমাজের সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।