জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা :
সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা হয়েছে। (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হকের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
সভার শুরুতে ইউএনও সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ইউএনও নুসরাত আজমেরী হক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- ‘সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আর পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের অংশিদারিত্ব কোনো অংশে কম নয়। তাই জৈন্তাপুর উপজেলার যে কোনো সমস্যা সমাধান এবং সকল উন্নয়ন কাজে তিনি সাংবাদিক মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে শিক্ষার মান উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং জৈন্তাপুর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে আন্তরিক প্রচেষ্টার প্রত্তয় ব্যক্ত করেন।’
এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফয়েজ আহমদ, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম রাজু, প্রচার সম্পাদক শাহাজাহান কবীর খান, সদস্য নুরুল ইসলাম, সদস্য রেজওয়ান করিম সাব্বির, সদস্য শোয়েব উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাংবাদিক সালমান শাহ, রাসেল মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে বেশ কিছু কম্বল তুলে দেন।