নগরীর চৌহাট্টায় সংঘর্ষ : ৩ মামলায় তিনশ’র বেশি আসামি
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর চৌহাট্টায় সিটি করপোরেশনের কর্মচারী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনার তিনটি মামলা হয়েছে। এর মধ্যে একটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে সংঘর্ষের পর আটক ফয়সল আহমদ ফাহাদকে।
নগরীর কোতোয়ালি থানায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মামলা হয় বলে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ। এর মধ্যে দুটি মামলার বাদি পুলিশ ও একটির সিটি কর্পোরেশন।
ওসি জানান- পুলিশের বাদি হয়ে করা অস্ত্র মামলায় ফয়সল আহমদ ফাহাদকে আসামি করা হয়েছে। তিনি এই মামলায় গ্রেপ্তার আছেন। মামলাটি করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
পুলিশের ওপর হামলার ঘটনায় করা আরেক মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে দেড় শ জনকে আসামি করা হয়েছে। এই মামলার বাদী থানার আরেক এসআই আব্দুল মান্নান।
আর চৌহাট্টায় সংঘর্ষের ঘটনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা করেছেনে উপ-সহকারী প্রকৌশলী দেবব্রত দাস। এতে নাম উল্লেখ করে ১০ জনকে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
চৌহাট্টায় বুধবার দুপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশের ওপরও হামলা করে পরিবহন শ্রমিকরা। একপর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়। আহত হন কাউন্সিলর ও পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন।
পরে চৌহাট্টা থেকে পরিবহন শ্রমিকদের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিপুল এলাকায় গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা চৌহাট্টায় ঘটে যাওয়া ঘটনায় ক্ষতিপূরণ ও আগের স্থানে স্ট্যান্ড বহাল রাখার দাবি জানান।
এর পর বুধবার সন্ধ্যায় জেলা মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম বলেন- আগামী রোববারের মধ্যে স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে না দিলে সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হবে।