‘হৃদপিন্ড’ সিলেট-এর ৭দিন ব্যাপি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি :
মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘হৃদপিন্ড’ আয়োজিত সপ্তাহব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২১ সম্পন্ন হয়েছে।
সমাপনী দিনে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি এক আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। টানা ৭ দিনে হৃদপিন্ড-এর উদ্যোগে নগরীর পাঠানটুলা এলাকার ৭টি পৃথক স্থানে প্রায় ৭০০ জন মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেয়া হয়।
বিদ্যাসিঁড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ সাইদুল হাসানের সভাপতিত্বে ও হৃদপিন্ড, সিলেটের প্রতিষ্ঠাকালীন এডমিন এনাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে মোট ২২ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শ্রী দেবাংশু দাস মিঠু।
উপস্থিত ছিলেন- হৃদপিন্ড, সিলেটের জাহাঙ্গীর আলম, অজয় পাল, রাসেল আহমেদ, রাজিব হোসাইন, মিলন, নাজমুল হুদা, নাজমুল ইসলাম, শ্রাবণী, সুমন,মুক্তা, নির্বাণ সিলেটের প্রতিষ্ঠাতা কামাল হোসেন খান, খিদমাহ ব্লাড ব্যাংকের আমান আবির, রক্তদিন জীবন বাঁচান পরিবারের সভাপতি আল-আমিন রনি, আল-ইনসাফ ব্লাড গ্রুপের সভাপতি হাবিবুর রহমান হৃদয়, স্বপ্ন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার জুনাইদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্য থেকে সিলেট বিভাগের ২২জনকে ৪টি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মারকপ্রাপ্তরা হলেন- ক্যাটাগরি-১-এ সিলেট বিভাগে সর্বোচ্চ (৬৬ বার) স্বেচ্ছায় রক্তদানকারী শ্রী নবেন্দু ভূষন দে, ২য় সর্বোচ্চ (৬৩ বার) মো. আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর ওয়ার্ড নং ২১, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট বিভাগে মুজিব জাহান রক্তকেন্দ্র কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত সর্বোচ্চ (৪৫ বার) স্বেচ্ছায় রক্তদানকারী মো. মোশাররফ হোসেন হেলাল, সিলেট বিভাগে সর্বোচ্চ (২৮ বার), স্বেচ্ছায় রক্তদানকারী (মেয়ে) নাঈমা রহমান, সিলেট বিভাগে ২য় সর্বোচ্চ (২২ বার), স্বেচ্ছায় রক্তদানকারী (মেয়ে) মোছা. ফাতেমা নাজমীন হ্যাপী, ক্যাটাগরি-২ ছিলেন কোভিড-১৯ মহামারীতে সিলেট শহরে অসামান্য অবদানকারী মো. শফি আহমদ (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস, সিলেট মেট্রোপলিটন পুলিশ) এবং জঈন উদ্দিন জয় (সভাপতি, শ্যাডো হিউম্যানিটি সোশ্যাল অরগানাইজেশান), ক্যাটাগরি-৩ ছিলেন হৃদপিন্ডিয়ান নেগেটিভ রক্তদাতা মো. নাহিদ হাসান (ও নেগেটিভ), মো. শেখ পলাশ আহমেদ (বি নেগেটিভ), হৃদপিন্ডিয়ান মেয়ে রক্তদাতা রাজিয়া সুলতানা (১৯ বার রক্তদান, এবি পজেটিভ)। ক্যাটাগরি -৪ ছিলেন হৃদপিন্ডিয়ান দায়িত্বশীল এডমিন মো. রুহেল আহমেদ, হৃদপিন্ডিয়ান তরুণ উদীয়মান এডমিন, মাহমুদুর রহমান।