দারিদ্রমুক্ত দেশ গড়তে সরকার কাজ করছে : জেলা প্রশাসক
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা :
সরকার সমাজের হতদরিদ্র মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করছে। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে গৃহীত পদক্ষেপের ফলে উপকারভোগিরা সুফল ভোগ করছেন। ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ কথাটি আজ বাস্তবায়িত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোয়াইনঘাটের ফতেহপুর ইউপিতে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) ২০২১-২০২২ চক্রের আওতায় নতুন ভিজিডি ভাতাভোগীদের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম কথাগুলো বলেন।
নতুন চক্রের এসব উপকারভোগীরা প্রতি মাসে ৩০ কেজি করে দুই বছর পর্যন্ত পুষ্টি চাল পাবেন। ইউএনও তাহমিলুর রহমানের সভাপতিত্বে সিএ জনি চক্রবর্তী’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, ফতেপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ও পরিষদের সদস্যবৃন্দ।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অনুষ্ঠানটির আয়োজন করে। পরে প্রধান অতিথি উপকারভোগিদের পুষ্টি চাল বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন।