গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়িতে আগুন : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা :
সিলেটের গোলাপগঞ্জে এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রুহিন আহমদের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ কায়স্থগ্রাম (ছনকিত্তায়) এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সাংবাদিক রুহিন আহমদ।
তিনি জানান- বাড়িতে সকালে সবাই যখন ঘুমে এসময় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সবাই ঘুম থেকে উঠে নিজেরা আগুন নেবানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাড়ির কেউ হতাহত হননি তবে ঘরের সব মূল্যবান জিনিসপত্রসহ জরুরি কাগজপত্র পুড়ে গেছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়সল জানান- বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।