বিয়ানীবাজারে চারখাই ইউনিয়ন যুব জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
কাউন্সিলে মাওলানা সালিম আহমদ-কে সভাপতি, মুর্তাজা আহমদ-কে সাধারণ সম্পাদক, মাওলানা আতিকুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মুহাম্মদ আব্দুল্লাহকে অর্থ সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট চারখাই ইউনিয়ন যুব জমিয়তের কমিটি গঠন করা হয়।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন যুব জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টায় স্থানীয়
চারখাই বাজারস্থ জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ চারখাই ইউনিয়ন শাখার এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আসরারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা যুব জমিয়তের সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি জমিয়ত নেতা মাওলানা শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আব্দুল্লাহ, হাফিজ জাহিদ হাসান, রেদওয়ান হুসাইন, মুজাহিদুল ইসলাম-সহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কর্মিবৃন্দ।
উক্ত কাউন্সিলে মাওলানা সালিম আহমদ-কে সভাপতি, মুর্তাজা আহমদ-কে সাধারণ সম্পাদক, মাওলানা আতিকুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মুহাম্মদ আব্দুল্লাহকে অর্থ সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট চারখাই ইউনিয়ন যুব জমিয়তের কমিটি গঠন করা হয়।