চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
সময় সিলেট ডেস্ক :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৬ কেজি ২৪০ গ্রাম গাঁজাসহ মনির মিয়া (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই উপজেলার হাফটারহাওর এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০.২০ ঘটিকার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি’র নেতৃত্বে চুনারুঘাট থানার আহমদাবাদ এলাকা থেকে ৬ কেজি ২৪০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী মনির মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।