নবীগঞ্জের কসবা রেড এন্ড গ্রীণ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী শেরপুর
স্পোর্টস রিপোর্টার :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা মাদরাসা সংলগ্ন মাঠে কসবা রেড এন্ড গ্রীণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইডিয়াল ক্রিকেট একাডেমি শেরপুর।
খেলায় শেরপুরের হয়ে সাহেদ ৬২ রান, মফিজুল ৪৭ রান ও প্রকাশের ১৫ রানের ওপর ভর করে ২০ ওভারে ১৬৯ রান করতে সক্ষম হয়। ক্ল্যাসিকের হয়ে সাবেল ৩ উইকেট ও মান্না ৩ উইকেট লাভ করেন। ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায় ক্লাসিক ক্রিকেট ক্লাব তাজপুর।
শেরপুরের হয়ে ফরহাদ ৩ উইকেট সাহেদ ২ উইকেট লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাহেদ। উক্ত টুনামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৫ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে।