গোলাপগঞ্জে শেরপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন
বিশেষ সংবাদদাতা :
বাংলাদেশ ব্যাংকের ডিজিএম, সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক ও সাইক্লোন সিলেট-এর সভাপতি জাবেদ আহমদ বলেছেন- পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশু-কিশোরের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। তিনি বলেন- নিয়মিত অনুশীলনের মাধ্যমে গ্রামের মাঠ হতেও জেলা ও জাতীয় পর্যায়ের ক্রিকেটারে পরিণত হওয়া সম্ভব।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শেরপুর ক্রিকেটার্স এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত শেরপুর প্রিমিয়ার লীগ ২০২১ সিজন-১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আশফাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সমাজসেবক, মিনা সেন্টারের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন তকি, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (শাহ আলম), নুরুল ইসলাম চৌধুরী, আজাদ চৌধুরী একাডেমির শিক্ষক জুবায়ের আহমদ জাসিম। ধারাবর্ণনায় ছিলেন- নাইম আহমদ। টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন- নাইম, রকি, রফি ও জাহেদ।
লীগের উদ্বোধনী দিনে গ্রীণ গ্যালাক্সি ৫৭ রানে পাওয়ার হিটার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে গ্রীণ গ্যালাক্সি ১৪ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। মারুফ আহমদ চৌধুরী অপরাজিত ৪২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার হিটার্স ৫৭ রানে অল আউট হয়ে যায়।
শেরপুর প্রিমিয়ার লীগে এ বছর ৪টি দল অংশ নিচ্ছে। অন্য দলগুলো হলো- রেড রাইডার্স ও সুপার সিক্সার্স। প্রতিটি দল দুবার করে লীগে মুখোমুখি হবে। সেরা দু’দলের বিজয়ী দল এবং দ্বিতীয় ও তৃতীয় দলের বিজয়ী ফাইনালে লড়বে। উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন আব্দুল আহাদ ও সাগর আহমদ। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।