জান্নাতুল ফেরদৌস—এর শিশুতোষ কবিতা ‘বই আমার বন্ধু’
জান্নাতুল ফেরদৌস
বই আমার বন্ধু
জান্নাতুল ফেরদৌস
বই আমার বন্ধু! ওগো, বই আমার বন্ধু
বইকে হৃদে জায়গা দিয়ে গড়বো জ্ঞানের সিন্ধু।
বইকে পারলে বাসতে ভালো
হবে জীবন-জগৎ আলো
আর কে আছে বন্ধু বলো বইয়ের মতন?
বই যে আমার, আমিও তার পরম আপন।
বইতে আলো নয়তো কালো; বইকে ভালোবাসো
বইয়ের আলো গায়ে মেখে আলোর হাসি হাসো।
বই পারে খুলে দিতে বদ্ধ মনের দ্বার
বই-ই পারে সব বিপদে করতে উদ্ধার।
সবাই আমায় ছাড়তে পারে বন্ধু যারা আছে
কিন্তু জানো বই ছাড়া এই প্রাণটা কি আর বাঁচে?
বইকে বিষণ ভালোবাসি, সেও আমায় …বাসে
ছায়ার মতো থাকবে জানি নিত্য আমার পাশে।
বই আমার বন্ধু! ওগো, বই আমার বন্ধু
বইয়ের আলো প্রাণে মেখে গড়বো আলোক সিন্ধু।