আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইয়াংস্টার ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ
সংবাদ বিজ্ঞপ্তি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘সচেতন সিলেটবাসী’ সংগঠন কিনব্রীজ সংলগ্ন সিলেট সুরমা নদীর তীর পরিস্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়। তাদের এই স্বেচ্ছাসেবী মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে ‘ইয়াং স্টার ক্লাব’।
‘সচেতন সিলেটবাসী’র এই মানবিক ও মহতি উদ্যোগকে সফল ও বাস্তবায়নের লক্ষ্যে ‘মানবতাই আমাদের লক্ষ্য’ এই শ্লোগানে ইয়াং স্টার ক্লাব-এর সাংগঠনিক সদস্যবৃন্দ রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় নগরীর কিনব্রীজ সংলগ্ন এলাকায় সুরমা নদীর তীরে উপস্থিত হন। এবং সুরমা নদীর তীর পরিস্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ গ্রহন করেন।
এ সময় সচেতন সিলেট-এর উদ্যোক্তা ও সমাজকর্মী সৈয়দ মাহমুদুল হক জাবেদ, ইয়াং স্টার ক্লাব-এর সভাপতি মাসুদুর রহমান মাসুদ, অর্থ সম্পাদক মাসুদ আহমদ ইমন, সমাজসেবা সম্পাদক আলী সাহেদ, দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান রনি ও সদস্য উজ্জল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।