বিশ্বনাথের কৃষক আান্দোলনের সুপ্রীম নেতা শ্রীঘরে : হিউম্যান রাইটস’র নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী দৌলতপুর দশঘর এলাকাধীন চাউলধনী হাওর কৃষক বাচাঁও আন্দোলনের আহ্বায়ক, কৃষক নেতা আবুল কালাম, সদস্য মাহফুজুর রহমান-সহ মিথ্যা মামলায় গ্ৰেফতারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন- বাংলাদেশ ও এশিয়ার জনকল্যাণমূলক প্রথম সারির জাতীয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস একটিভিটিশ ফাউন্ডেশন (HRA) সিলেট জেলা সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন ও হিউম্যান রাইটস একটিভিটিশ ফাউন্ডেশনের সিলেট জেলা সমন্বয়ক কবি এস পি সেবু।
গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা কৃষক নেতা আবুল কালামের নিঃশর্ত মুক্তি দাবী ও চাউলধনী হাওরকে কৃষি উপযোগি করার জোর দাবী জানান।
উলেখ্য যে, সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক আবুল কালাম-সহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের পুরানবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরদিন রোববার তাদেরকে সিলেট কোর্টে চালান করা হয়।
চাউলধনী হাওরের জলমহাল ইজারাদার পক্ষের দিলওয়ার হোসেন ও কৃষক আহমদ আলী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ জানুয়ারি দিলওয়ার হোসেনের দায়েরকৃত মামলায় (মামলা নং জিআর-৫০/২১) তাদেরকে গ্রেপ্তার করা হয়।