রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়ায় সাংসদ মোকাব্বির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
সময় সিলেট ডেস্ক :
সিলেট-২ (বিশ্বনাথ- ওসমানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন- এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান ও সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ।
আজ গণমাধ্যমে প্রেরিত এক বার্তা’র মাধ্যমে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর পিচ রাস্তার মুখ হতে কিশরপুর-ঘাসিগাঁও-পাহাড়পুর হয়ে তেলিকোনা পিচ রাস্তার মুখ পর্যন্ত এস্টিমেট করার জন্য সাংসদ মোকাব্বির খান, বিশ্বনাথ উপজেলা সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র সরকার, কার্য সহকারী রবেন্ডো, এমপি’র এপিএস অসিত রঞ্জন দেব-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শুভেচ্ছাবার্তায় সেলিম জে আহমেদ বলেন- খাজাঞ্চী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রশস্থ ও পাকা করণের দাবী এলাকাবাসীর দীর্ঘদিনের। স্বাধীনতার পর এত বছর অতিবাহিত হলেও এই রাস্তাটি আজও চলাচলের উপযোগী হয়ে উঠেনি। এতে স্থানীয় জনগণকে দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাকা সড়ক না থাকায় এমনিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে আছে, আর বর্ষাকাল এলে কাদা-পানিতে একাকার হয়ে দুর্ভোগ চরম আকার ধারণ করে। তখন যানবাহন তো দূরে থাক পেয়ে হেটেও চলাফেরা কঠিন হয়ে যায়। ফলে ওই এলাকার জনসাধারণ প্রয়োজনের জন্য তখন হাট-বাজারেও যেতে পারেন না, বিদ্যালয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে শিক্ষার্থীদের।
তিনি বলেন- গত ২২ ডিসেম্বর ২০২০ ইংরেজী মঙ্গলবার জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি পরিদর্শন করেন এমপি মোকাব্বির খান। পরদর্শনকালে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর উপদেষ্টামন্ডলীর সভাপতি হাজী মো. তেরা মিয়া-সহ স্থানীয় মুরব্বিয়ান ও এলাকার যবু সমাজের প্রতিনিধিগণ এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি প্রশস্থ ও পাকা করণের প্রয়োজনীয়তা সংসদ সদস্য বরাবরে তুলে ধরেন এবং এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে জোর দাবি জানান। এ সময় সাংসদ মোকাব্বির খান জনগণকে সাথে নিয়ে অনেকটা পথ পায়ে হেটে রাস্তাটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর দুর্দশা লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
সেলিম জে আহমেদ আরও উল্লেখ করেন- ভোটের সময় স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে মাটি ভরাট-সহ রাস্তা পাকা করণের প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষায় কেউ এগিয়ে আসেননি। তাছাড়া ইতোপূর্বে বহুবার এই রাস্তার জন্য বিভিন্ন মহলের কাছে আবেদন করলেও কোনো কার্যকরি ব্যবস্থা নেয়া হয়নি। সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা বলেন- এক্ষেত্রে এমপি মোকাব্বির খান ব্যতিক্রম। তিনি তার কথা রেখেছেন, রাস্তা পরিদর্শনের দু’মাসের মধ্যেই পাকাকরণের উদ্যোগ নিয়েছেন। এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে এই জনবান্ধব সাংসদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন- এই রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়ায় শুধু যে এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হতে যাচ্ছে —তা কিন্তু নয়, বরং দ্রুত সময়ের মধ্যে কার্যকরি পদক্ষেপ নেওয়ায় এমপি মোকাব্বির খান যে বাস্তবেই এলাকার উন্নয়নে নিবেদিতপ্রাণ এবং জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সর্বদা পাশে থাকেন, পাশে আছেন -তারও আরেকটি জ্বলন্ত প্রমাণ পেয়েছে এলাকাবাসী। আমার বিশ্বাস আগামী নির্বাচনে এলাকার জনগণ এই সমাজ হিতৈষী মহান সাংসদের কাজের মূল্যায়ন করবে।
তিনি শুভেচ্ছাবার্তায় এমপি মোকাব্বির খান ও সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন, এবং পর্যায়ক্রমে রাস্তার বাকি অংশের কাজটুকুও সম্পন্ন করে দিয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সম্পূর্ণ রূপে মানুষের চলাচলের উপযোগি করে দিতে এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবী জানান।