আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে রোববার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টা বন্দরবাজারস্থ দলীয় কার্যালেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত মাওলানা মুশাহিদ আহমেদ দয়ামিরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত শহীদ দিবসের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান।
জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান-এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, মাওলানা আসআদূর রহমান, মাওলানা সাইদুর রহমান হায়দার প্রমুখ।