এডুকেশন ফর সার্ভিসের ৯ম বর্ষপূর্তিতে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ
সিলেট (সদর) সংবাদদাতা :
এডুকেশন ফর সার্ভিসের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন- তরুণ’রা সমাজের অন্যতম ডেভোলাপার। দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করতে তরুণদের এগিয়ে আসতে হবে। এডুকেশন ফর সার্ভিস এই ধারাবাহিকতা শুরু করেছে উল্লেখ করে বক্তারা আরও বলেন- ক্ষণস্থায়ী মানবজীবন পরার্থে বিলিয়ে দেয়াই প্রকৃত সুখ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সিলেট সদর উপজেলার সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে স্কুলের সহকারী শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে ও সাংবাদিক ইফতেখার শামীমের পরিচালনায় ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ক্লাবের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী তালুকদার।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন- খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ইউপি সদস্য আনছার আলী, ইউপি সদস্যা নেছারুন নেছা, এস এম তারা মিয়া, সাইদুর রহমান সাঈদ, শাহজাহান মিয়া, মামুনুর রশিদ শামীম, আতিকুর রহমান, আব্দুল বাছিত, সালাহউদ্দিন ইমরান প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী কবি ও কথাসাহিত্যিক শাহ কামাল আহমদ, নজরুল ইসলাম দুলাল ও কাজী বেলাল’কে কৃতজ্ঞতা জানিয়ে শুরুতে বক্তব্য রাখেন- ক্লাবের সহ-সভাপতি মাসুম আহমদ। এ সময় মাদরাসার ৪ জন ও স্কুলের ২৬ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়।