শায়েস্তাগঞ্জে র্যাবের অভিযানে ৪ জুয়াারী আটক
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-৯ এর এএসপি আফনান-আল-আলম গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়- শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ থানার লেঞ্জাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জুয়ার নগদ ২ হাজার ৩৫০ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত এক বাল্ডিল তাস, ২টি মোমবাতি, ৩টি মোবাইল ফোনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের মৃত সুনর আলীর ছেলে জাহিদ মিয়া (৩০), দাউদনগর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে বাবলু মিয়া (২৬), সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে চাঁন মিয়া (৩২) ও দাউদনগর গ্রামের মো. মাজত আলীর ছেলে শাহিন মিয়া (৩৫)। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।