শায়েস্তাগঞ্জে পথশিশুদের খাবার বিতরণ করেছে “সম্প্রীতির হবিগঞ্জ”
এস এ রহমান
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শতাধিক পথশিশুর মুখে হাসি ফোটালো সামাজিক সংগঠন ‘সম্প্রীতির হবিগঞ্জ’। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সংগঠনের উদ্যোগে পথশিশুদের খাবার বিতরণ করা হয়।
জানা যায়- ‘সম্প্রীতির হবিগঞ্জ’ সামাজিক সংগঠনের উদ্যোগে ১২০ জন পথশিশুকে তৈরি খাবার উপহার দেওয়া হয়। খাবার বিতরণের পাশাপাশি আলোচনা সভা এবং জেলাব্যাপী অনুষ্ঠেয় কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি জাকারিয়া আমিন, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি মাওলানা কাওসার আহমেদ, সাধারন সম্পাদক কামরুজ্জামান পাভেল, কোষাধ্যক্ষ এস এম সাইফুল-সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তৃতাকালে সংগঠনের সভাপতি জাকারিয়া আমিন বলেন- আমরা চাই সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়াতে, সুবিধা বঞ্চিত মানুষের জন্য এই সংগঠনের পক্ষ হতে সহযোগীতার হাত বাঁড়াতে। ইতোমধ্যে আমরা অসহায় মেয়েদের বিবাহের জন্য সংগঠনের পক্ষ হতে আর্থিক সহযোগিতা করেছি, ভবিষতেও আমাদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।