১৭ মে খোলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের হল : শিক্ষামন্ত্রী
সময় সিলেট ডেস্ক :
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবাসিক হল সমূহ আগামী ১৭ মে থেকে খোলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন- হল খোলার পর টিকা দেওয়া হবে শিক্ষার্থীদের।
ব্রিফিংয়ে তিনি আরও জানান- আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। এ সময় যারা এখনও হলে অবস্থান করছেন, তাদের দ্রুত হল ত্যাগের আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।
করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলে দেয়ার দাবী আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাবি, রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।