শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম অত্যন্ত জরুরী : মেয়র আরিফ
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন- শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম অত্যন্ত জরুরী। এই লক্ষে সিলেট ফিটনেস ক্লাব যে কাজ করছে তা অবশ্যই প্রশংসনীয়। এই প্রেক্ষাপটে সিলেট ফিটনেস ক্লাবের কার্যক্রম আমাদেরকে আশান্বিত করে।
র্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন ২০২১ আয়োজন করায় সিলেট রানার্স কমিউনিটিকে প্রদত্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ক্লাবের সভাপতি প্রফেসর আজাদ উদ্দিনের সভাপতিত্বে ও ক্লাবের কোষাধ্যক্ষ শামীম আহমদের পরিচালনায় শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ এবং স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান জুবায়ের আহমদ জাবের।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাসান মাসুদ হিল্লোল, আবু বকর আহমদ, হাবিবুর রহমান, আশক আলী, লায়েক মিয়া, জামাল আহমদ, সিরাজ বক্স প্রমুখ। অনুষ্ঠানে সিলেট রানার্স কমিউনিটির পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন ডা. ওরাকাতুল জান্নাত, মঞ্জুর আরিফ, মিজানুর রহমান, কামরুল ইসলাম। বিজয়ীদের মধ্যে ক্রেস্ট গ্রহণ করেন নাসরীন বেগম, নারগিছ জাহান, আফসানা হালিম, মিত্রা কর, রীনা রানী কর্মকার, হাসিনা আক্তার, ডা. সামিন মেহেরজান, সাদেক মিয়া, চয়ন সরকার, দোলা বড়–য়া, সচীন্দ্র চন্দ্র অধিকারী, প্রফেসার ডা. আবেদ হোসেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নূর আহমদ, জাতীয় সংগীত পরিবেশন করেন এডভোকেট রব নেওয়াজ রানা।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের মাঠে ময়লা ফেলার বিন প্রদান ও কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি বিশ্রামাগার নির্মাণের আশ্বাস প্রদান করেন। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামীতে সিলেটে একটি বড় ম্যারাথন আয়োজনেও সকল রানার্স কমিউনিটির সহযোগিতা কামনা করেন।