বিবি অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি পদে জাবেদ সম্পাদক রাজেশ্বর নির্বাচিত
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের দ্বি-বার্ষিক নির্বাচনে উপ-মহাব্যবস্থাপক মো. জাবেদ আহমদ সভাপতি ও উপ-ব্যবস্থাপক রাজেশ্বর ভট্টাচার্য্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে ১০৯ জন সদস্যের সকলেই ভোট প্রদান করেন। সকাল ১১টায় কাউন্সিল সদস্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক মো. খুরশীদ আলম ও মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম-এর ভোটদানের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৩টায় মহাব্যবস্থাপক মো. আবুল কালাম-এর ভোটদানের মাধ্যমে শেষ হয়।
ব্যাংকের সম্মেলন কক্ষে ভোট গণনা বিকাল সাড়ে ৩টা হতে শুরু হয়ে শেষ হয় সাড়ে ৫টায়। প্রধান নির্বাচন কমিশনার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন-১) শামীমা নার্গিস, সহকারী নির্বাচন কমিশনার যুগ্ম-পরিচালক মো. জামাল উদ্দিন চৌধুরী ও রাজেশ আচার্য্যকে সাথে নিয়ে ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি মো. জাবেদ আহমদ (প্রাপ্ত ভোট ৫৪) নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. ফেরদৌসী বেগম (প্রাপ্ত ভোট ৫৩), সহ-সভাপতি সিতাংশু শেখর রায় (৬২) ও মোহাম্মদ শফিকুল ইসলাম (৫৬), নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল আলম (৫৪) ও সুভেন্দু কুমার দেব (৪১), সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য (৫৫), নিকটতম প্রতিদ্বন্দ্বী সমীরণ দাস (৫১), যুগ্ম-সম্পাদক রনি দে (৫৬), নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ মো. আশরাফ সিদ্দিকী (৫১), অর্থ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (৫৪), নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় দেব সজীব (৫৩), নির্বাহী সদস্য (৫জন) নিরুপম তালুকদার (৭০), হুমায়রা জাহান রুপু (৬৭), অমিত্র সূদন পাল (৬১), পার্থ জ্যোতি দে (৫৭) ও মো. ফাহিম মিয়া (৫৫), নির্বাহী সদস্য পদে অন্য প্রার্থীরা কাজী মোস্তফা জামান (৫৪), শামীম আল মামুন (৪৫), প্রসুন কান্তি সামন্ত (৪৩), মো. শাহ নেওয়াজ (৪২) ও জ্যোতি মোহন বিশ্বাস (৩৫) ভোট পান।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, সিলেট-এর এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নীল দল সম্পাদকসহ ৯টি পদ এবং হলুদ দল সভাপতিসহ ২টি পদ লাভ করে।