সাংবাদিক মুন্নাকে হুমকি : এসএমএস মিডিয়া’র নিন্দা ও প্রতিবাদ
সময় সিলেট ডেস্ক :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জলমহাল নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক সিলেটের দিনকাল ও সুনামগঞ্জের ডাক’র স্থানীয় প্রতিনিধি, প্রতিশ্রুতিশীল সাংবাদিক এনামুল কবির মুন্না’কে হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর নেতৃবৃন্দ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দৈনিক সময় সিলেট’র বার্তাকক্ষে প্রেরিত এক বিবৃতিতে সাংবাদিক মুন্নার নিরাপত্তা নিশ্চিতসহ হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সিলেটের দিনকালসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘দোয়ারাবাজারে জলমহালের নীতিমালা ভঙ্গ করে মাছ ধরার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে ওইদিন সকালে একটি মুঠোফোন থেকে সাংবাদিক এনামুল কবির মুন্নার ব্যক্তিগত মুঠোফোনে অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়া হয়।
এ ঘটনায় ওইদিন তিনি জীবনের নিরাপত্তা চেয়ে দোয়ারাবাজার থানায় একটি জিডি (নং-৭৬৯/২০২১) করেছেন।